আপেলের পরিবর্তে বড়ই খাওয়া সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিজস্ব প্রতিবেদক

এলাকা: ডেস্ক

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাবেক এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার মৃত্যর খবর নিশ্চিত করেছেন নূরুল মজিদ মাহমুদ হুমায়নের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি। নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’

কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর বিকেলের দিকে নূরুল মজিদ মাহমুদ হুমায়নকে ঢামেকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন