ঢাকা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: বিশেষ প্রতিবেদক

এলাকা: ডেস্ক

ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ মাঠে ঢাকা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ খ্রি. উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের সভাপতিত্বে আগামী ১৩,১৪ এবং ১৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা জেলার টিআরসি নিয়োগ পরীক্ষার নিয়োগ বোর্ডের সদস্য এবং নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা সকল পুলিশ অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় । উক্ত ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ খ্রি. সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ খ্রি. এর নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন