তরুণ ক্রিকেটারদের পাশে এনআরবি ব্যাংক পিএলসি

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিজস্ব প্রতিবেদক

এলাকা: ডেস্ক

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে তরুণ ক্রিকেটারদের বিকাশ ও দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে এগিয়ে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ২৮ আগস্ট, রবিবার রাজধানীর গুলশান কর্পোরেট ব্রাঞ্চে এক অনুষ্ঠানে মধুবাগ ক্রিকেট ডেভেলপমেন্ট একাডেমির উদীয়মান ক্রিকেটারদের জন্য আনুষ্ঠানিকভাবে স্পন্সরশিপ প্রদান করা হয়।

 

এই সহযোগিতার মাধ্যমে একাডেমির তরুণ খেলোয়াড়রা পাবেন আধুনিক প্রশিক্ষণ, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং নিজেদের প্রতিভা আরও শাণিত করার সুযোগ। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানো ও ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যোগ্যতা প্রদর্শনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহীন হাওলাদার, জনাব আলী আকবর ফরাজী, জনাব আনোয়ার উদ্দিন, জনাব রাশিদুল হুদা, রিটেইল ব্যাংকিং প্রধান জনাব মোঃ রেজাউল শাহরিয়ার এবং ব্রাঞ্চ ব্যাংকিং প্রধান জনাব মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী। মধুবাগ স্পোর্টস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা জনাব মোস্তফা কামাল এবং পরিচালকবৃন্দ জনাব দ্বীন ইসলাম ও জনাব মোঃ রাহাত আহম্মেদ খান।

এ সময় মধুবাগ ক্রিকেট ডেভেলপমেন্ট একাডেমির পক্ষ থেকে এনআরবি ব্যাংক পিএলসি-র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের এই উদ্যোগ তরুণ ক্রিকেটারদের শুধু আত্মবিশ্বাসী করবেই না, বরং তাদের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এনআরবি ব্যাংক পিএলসি-র এ ধরনের সামাজিক উদ্যোগ যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সহায়ক হবে এবং একই সঙ্গে সমাজ উন্নয়নে অনন্য উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন