প্রতিনিধি: স্টাফ রিপোর্টার
এলাকা: লক্ষ্মীপুর
সনাতন ধর্মাবলম্বীদে বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।
তারই ধারাবাহিকতায় ১৪ নং মান্দারী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব নির্বিঘ্নে উদযাপন করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার উদ্দেশ্যে মান্দারী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় পরিষদ মিলনায়তনে এই মতবিময় সভায় বিভিন্ন পেশা -শ্রেণির মানুষ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় পূজা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে উপস্থিত অতিথিগন বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
উপস্থিত অতিথিগন বলেন, বিগত সময়েও আমাদের এই ইউনিয়নে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশা করি আসন্ন উৎসবেও কোন সমস্যা হবেনা, তারপরও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সবাই সতর্ক অবস্থায় থাকবো। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা স্হানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীরা মিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার ব্যবস্থা করা যায় বলে মন্তব্য করেন সবাই।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন সুমন, ১৪ নং মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, মান্দারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দীলিপ দেবনাথ, মান্দারী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাসরুর আলম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন ও প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, মান্দারী ইউনিয়নের গ্রাম আদালত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য তাজনেহার বেগম, বিশিষ্ট সমাজ সেবক ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ খান প্রমুখ।
মো: ইসমত দ্দোহা