সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ডাকাত দল জনতার হাতে আটক

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মামুন

এলাকা: নারায়ণগঞ্জ প্রতিনিধ :

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে রোড এলাকায় একদল ডাকাতকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ১৬/১/২৬ রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা বস্তল থেকে ভুলতা গাউছিয়া এশিয়ান হাইওয়ে,পাকুন্দা এলাকায় ইউ এস বাংলা ব্রিজ এর থেকে সর্বমোট ১১ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও সন্দেহজনক কিছু সামগ্রী উদ্ধার করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের দাবি, এশিয়ান হাইওয়ে রোডে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা না হলে এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে। তারা নিয়মিত পুলিশি টহল বৃদ্ধির আহ্বান জানান।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন