সোনারগাঁয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগে আল মুজাহিদ মল্লিক

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মামুন

এলাকা: নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে অংশ নেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া মার্কেটে দোকানপাটে লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন—সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিদ হাসান, উপজেলা ছাত্রদল নেতা নুরুজ্জামান, এস এম শিহাব, ওমর ফারুক, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জিসাস, উপজেলা ছাত্রদল নেতা সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে আল মুজাহিদ মল্লিক বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি এলাকায় কর্মসূচি চলছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে সবসময় সৎভাবে রাজনীতি করেছি। আজ মোগরাপাড়া ইউনিয়নবাসীর ব্যাপক সাড়া পেয়েছি, ভবিষ্যতেও সবাইকে নিয়ে এগিয়ে যাব। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি সুন্দর দেশ। বেকারত্ব দূর হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে।”

তিনি আরও বলেন,
“আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দর ও মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন