বেনাপোলে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে আজিজ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল

এলাকা: বেনাপোল

বেনাপোল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজিজ মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।একই সাথে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে নিউ মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শার্শা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বুধবার ২০ আগস্ট সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন বিহীন ঘী ও পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা সহ মিষ্টি ও দইয়ের ফ্রিজের ভিতর মাছ পাওয়ায় ,আজিজ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল আজিজকে ১ লাখ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।


অভিযানে বাজারের ব্যবসায়ীদেরকে নির্ধারিত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় সহযোগিতা করেন বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও বেনাপোল পোর্ট থানার এসআই মিলন সহ পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন