স্বেচ্ছাসেবক দলে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে মামুনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান।

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ তাজুল ইসলাম

এলাকা: সোনারগাঁও

সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাঁচ টি ইউনিয়নের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ মামুনের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। ১৭ ই সেপ্টেম্বর বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে, জামপুর, নোয়াগাঁও, বারদী, বৈদ্দারবাজার ও মোগরাপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।যুগ্ন আহবায়ক ফয়সাল ভূঁইয়া রিপন ও উপজেলা ১ নং সদস্য এজাজ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির ,কেন্দ্রীয় কমিটির সদস্য শফিক দেওয়ান, নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ,
যুগ্ম আহ্বায়ক শামীম, যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া,যুগ্ম আহ্বায়ক আতিক হাসান লেনিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন