লক্ষ্মীপুর হাজিরপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মো:ইসমত দ্দোহা

এলাকা: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হওয়ার অভিযোগ করেন ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায় (সোমবার) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে আগুন লেগেছে বলে ধারণা করা হয়। স্হানীয়দের ধারণা বজ্রপাতে এই অগ্নিকান্ডের সূএপাত।
স্বপ্ন সিড়ি এসেস, আল-আমীন স্টোর, সততা ফার্নিচার ও তুলা দোকান, ফারুকের লেপ দোকানের মালামাল পুড়ে যায়।

স্বপ্ন সিড়ি এসেস দোকানের সত্বাধীকারী সাদ্দাম হোসেন বলেন, গতকাল রাত আনুমানিক ২.৩০ এর সময় প্রতিবেশীর ডাকে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে দোকানে আসি,এর মধ্যেই সব পুড়ে গেছে। রাত আনুমানিক ৩.০০ দিকে পুলিশের টহল টিম আসে, ফায়ার সার্ভিস আসে, তবে দোকান রক্ষা করতে পারিনি। এখন পর্যন্ত প্রশাসনিক কোন সহযোগিতার আশ্বাস পাইনি আমরা। তিনি আরও বলেন প্রায় ১৫ লক্ষ টাকার সমপরিমাণ মালামাল পুড়ে যায়।

সততা ফার্নিচারের সত্বাধীকারী সালাউদ্দিন মানিক বলেন, ফার্নিচার ও তুলাসহ আনুমানিক ৩২ লক্ষ টাকার মালামাল পুড়ে যায় আমার। কিছুই রক্ষা করতে পারিনি। তিনি আরও বলেন ব্যাংক লোন ও এনজিওর কিস্তি পরিশোধ করবো কিভাবে জানিনা। পাশাপাশি প্রশাসনিক সহযোগিতা কামনা করেন। আগুন লাগার ঘটনা প্রসঙ্গে বলেন, কিভাবে আগুন লাগছে তা আমরা জানিনা কিংবা কাউকে সন্দেহও করতে পারছে না।

আরেক লেফ দোকানদার ফারুক বলেন, দীর্ঘ ২৫ বছর এই বাজারে ব্যবসা করি কখনো এমন বিপদে পড়িনি। আজকে নি:স্ব হয়ে গেলাম। প্রায় আট লক্ষ টাকার মালামাল দোকানে ছিলো বলে তিনি দাবি করেন।

ঘর মালিক ও স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়, তারাও ধারণা করছেন বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত। বৃষ্টির কারণে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। ঘর মালিক ও দোকানের ভাড়াটিয়ারা প্রশাসনিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ব্যাংক লোন ও এনজিওর কিস্তিও মওকুফের আবেদন জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন