প্রতিনিধি: মোঃ মামুন
এলাকা: নারায়ণগঞ্জ
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অবাধ, সুষ্ঠ ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সোনারগাঁও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনারগাঁও উপজেলার জামপুর, সাদিপুর ও নোয়াগাও সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ৩০-৯- ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় নয়াপুর, পঞ্চমীঘাট দুর্গাপুজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দুর্গাপূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। সময় উপস্থিত ছিলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।