
প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: ডেস্ক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তার নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া জানাই। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ড. শাহজাহান মজুমদার
চেয়ারম্যান
ও
মো: শামছুল আলম
মহাসচিব
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন