
প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: শরীয়তপুর প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শরীয়তপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাদজুমা শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সীর উদ্যোগে ও সাবেক ছাত্রদল নেতা নাজমুল ইসলাম বাঁধন মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় শরীয়তপুর পৌরসভা এলাকার খেলসী জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও জিয়া পরিবারের অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।
এতে স্থানীয় বিপুল সংখ্যক নানা শ্রেণী-পেশার মানুষ সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।