ডুমুরিয়ায় ঘোড়া’র সঙ্গে আনারস’র লড়াই

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

কাজি আবদুল্লাহ . ডুমুরিয়া
আগামীকাল রবিবার সকালেই কাঙ্খিত ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন। এবার কী নতুন কেউ, না বর্তমান চেয়ারম্যানই বহাল হবেন, এ নিয়েই ১৪টি ইউনিয়নের ভোটার-সহ সাধারণ মানুষের মুখে-মুখে আলোচনা-জরিপের যেন শেষ নেই। তবে ঘুর্ণিঝড় রেমাল’র কারণে ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থাগিত হওয়ায় পর অঘোষিত ভাবে বিএনপি-জামায়াত ব্যাপক ভাবে মাঠে নামায় ঘোড়ার সঙ্গে আনারসের প্রতিদ্বন্দিতা তীব্রতর হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বৃহত্তর ডুমুরিয়া উপজেলায় ১০৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। তার মধ্যে পুরুষ- ১ লাখ ৩৬ হাজার ৫০৭, মহিলা- ১ লাখ ৩৬ হাজার ৬০৭ জন।
৯ জুন রবিবার অনুষ্ঠিতব্য ভোটে সকল পদের প্রার্থীই নিজেকে স্বতন্ত্র(নির্দলীয়) বললেও সকলেরই রাজনৈতিক পরিচয় বা ব্যাক-গ্রাউন্ড রয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান গাজী এজাজা আহমেদ, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আবদুল হাদী’র ছেলে ও বর্তমান ভ‚মি মন্ত্রী- তথা সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ’র আস্থাভাজন-অনুসারী। অপর দিকে আনারস প্রতীক নিয়ে তরুণ এ্যাড. মোমিনুর রহমান (নয়ন) ডুমুরিয়ায় বিএনপির অন্যতম গোড়াপত্তনকারী ও ডুমুরিয়া সদর ইউনিয়নের বার-বার নির্বাচিত চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা মোল্লা আবুল কাশেম’র একমাত্র ছেলে। তাছাড়া ডুমুরিয়ায় প্রভাবশালী মোল্লা পরিবারের সদস্য, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ, তার চাচা। আর খুলনাঞ্চলে বিশিষ্ট ভ‚মি ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।
বিভিন্ন পর্যায়ে সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোড়া প্রতীকের এজাজ আহমেদ আওয়ামী লীগের অঘোষিত প্রার্থী। বিগত ৫ বছরে এজাজ আহমেদ’র উন্নয়ন-কাজ দেখে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৯ জন ইউপি চেয়ারম্যান সক্রিয় ভাবে ঘোড়া’র পক্ষে কাজ করছেন। এছাড়া বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে ২ জন ঘোড়ার পক্ষে পরোক্ষভাবে কাজ করছেন। আর ২ জন নিরব রয়েছেন বলে জানা গেছে। তবে ১৪ জনের মধ্যে মাত্র ১ জন চেয়ারম্যান বিরোধীতা করছেন। জানুয়ারি মাসের জাতীয় নির্বাচনের তুলনায় এবার হাতে গোনা কতিপয় নেতা-কর্মী ছাড়া অধিকাংশ আওয়ামী লীগ নেতা-কর্মী এবং ভ‚মি মন্ত্রীর আপনজনেরাও ঘোড়া’র পক্ষে কাজ করছেন।
আপরদিকে রাজনৈতিক ভাবে বিএনপি-জামায়াত এ ভোট বয়কট করলেও ডুমুরিয়ায় তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ভেতরে-ভেতরে বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিম গঠন করে ‘আনারস’ প্রতীক নিয়ে এ্যাড. মোমিনুর রহমান (নয়ন)’র পক্ষে নির্বাচন করছেন। তাদের মহিলা কর্মীরাও বিশেষত মুসলিম এলাকায় বাড়িতে-বাড়িতে যেয়ে মহিলাদের বিশেষ আবেগ ছড়াচ্ছেন। এখানে উল্লেখ্য ভোট গ্রহনের দিন পিছিয়ে যাওয়ায় বিএনপি-জামায়াত’র বড়-বড় নেতারা সিটিং করে তাদের নেতা-কর্মীদের ‘আনারস’র পক্ষে মাঠে নামিয়েছেন।
অপর প্রার্থী খুলনাঞ্চলে বিশিষ্ট ভ‚মি ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। প্রার্থী হিসেবে নতুন মুখ হলেও তিনি মসজিদ-মন্দির, ওয়াজ মাহফিল, নামযজ্ঞ বা পূজার অনুষ্টানে যোগদিয়ে আর্থিক অনুদান দিয়ে একটা সাড়া ফেলেছেন। বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর বিরোধীতাকারী কিছু মানুষও তার পক্ষে দায়িড়েছেন। তবে মোটর সাইকেল প্রতীকের প্রচারণা উল্লেখযোগ্য।
ডুসুরিয়া উপজেলা চেয়ারম্যান পদে ৩ প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীর বিজয়ের বিষয়ে নিশ্চিত। তবে সর্বস্তরের অনেক মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের তারিখ পরিবর্তন হওয়ায় ১০ দিনের বাড়তি প্রচার সময়ের মধ্যে বিএনপি-জামায়াত যৌথ প্রচেষ্টায় তাদের প্রার্থীর অবস্থানে উন্নয়ন ঘটিয়েছে। বর্তমানে মাঠের নানান হিসাব দেখে-শুনে মনে হচ্ছে। ৯ জুন রবিবার ঘোড়া’র সঙ্গে আনারস’র প্রতিদ্বন্দিতা হতে চলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিজস্ব প্রতিবেদকঃ

এলাকা: ডেস্ক

ডেমরা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ইয়েস সমতট টাওয়ারের তৃতীয় তলায় ডেমরা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে প্রায় ৩ শতাধিক দুস্তদের সম্মানে আসন্ন ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজধানীর ঐতিহ্যবাহি ও সুনামধন্য ডেমরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রবীন সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী। সভা সঞ্চালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের মহাসচিব ও দোয়েল টিভির বাংলাদেশ কান্ট্রি সিও মোঃ শামছুল আলম। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল সংগঠক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক অশোক ধর, মানবতাবাদী প্রবীন সাংবাদিক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ডেমরা থানা বি.এন.পি সমন্বয়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব ডেমরা মাটি ও মানুষের প্রিয় নেতা সেলিম রেজা চৌধুরী (সেলিম) ও আনিসুজ্জামান( জামান)। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক ঐশ্বী বাংলা পত্রিকার সহকারী সম্পাদক সরওয়ার আরিফ, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি যুবদল নেতা আজিজুল হক আজিজ, ৬৬ নং ওয়ার্ড বি.এন.পি সভাপতি নূর হোসেন ভুঁইয়া। সম্পাদক অশোক ধর ও আনোয়ার হোসেন আকাশ তাদের বক্তব্যে সিয়াম সাধনের তাত্পর্য বর্ননা পূর্বক সাংবাদিকদের উদ্দেশ্যে সত্য সংবাদ চর্চা করার অনুরোধ করেন। জেল জুলুমের শিকার জননেতা সেলিম রেজা চৌধুরী (সেলিম) ও আনিসুজ্জামান (জামান)তাদের বক্তব্যে বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোশিত ৩১ দফা বাস্তবায়নের আলোকে সাংবাদিকদেরকে লেখা লেখির জন্য অনুরোধ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কবিতা ইসলাম ও পরিচালক তদন্ত রুমেল সরকার, ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল সরকার, এ.আর হানিফ, হোসেন মিয়া, শরিফ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব হোসেন রাজু,ক্রিড়া সম্পাদক আজাদ হোসেন ও সাংবাদিক আজম ইকবাল।

ডেমরা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত দুস্তদের সম্মানে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের বক্তব্য কিডনি মানব দেহের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরে বিপাকের মাধ্যমে যে ময়লা ও দূষিত পদার্থ তৈরি হয় তা কিডনির মাধ্যমে প্রসাবের সাহায্যে বের হয়ে যায়। কিডনিকে সুস্থ সবল রাখা এবং কিডনি রোগীদের জন্য সাহায্য ও সমর্থনের আশীর্বাদ নিয়ে ২০০৬

সাল থেকে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর কিডনি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সারা পৃথিবীব্যাপী মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার কিডনি দিবস পালিত হয়। এরই ধারাবাহিকতায় কিডনির রোগ দ্রুত শনাক্তকরণ ও কিডনি রোগ প্রতিরোধের বার্তা নিয়ে আগামীকাল ১৩ ই মার্চ বৃহস্পতিবার সারা বাংলাদেশ ব্যাপি বিশ্ব কিডনি দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, আপনার কিডনি কি সুস্থ? দ্রুত পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য সুরক্ষা
করুন।

বাংলাদেশে বর্তমানে কিডনি রোগীর সংখ্যাঃ
২০১৯ সালে প্রকাশিত আটটি স্টাডির সিস্টেমিক রিভিউ অনুযায়ী আমাদের দেশে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা ২২.৪৮%। এর ভেতরে মহিলাদের প্রাধান্য বেশি প্রায় ২৫ শতাংশ এবং পুরুষ
২০%। ১৭ কোটি মানুষের এই দেশে এই তথ্য অনুযায়ী কিডনি রোগীর সংখ্যা প্রায় তিন কোটি ৮২ লক্ষ এবং দ্রুত হারে এ সংখ্যা বাড়ছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী গত ১ দশকে কিডনি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই মহামারিতে প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হচ্ছে।
বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে ক্ষমতা, সে অনুযায়ী আমরা এই নতুন রোগীদের ১৫ থেকে ২০% রোগীকে ট্রান্সপ্লান্ট ডায়ালাইসিস এবং অন্যান্য চিকিৎসা দিতে পারছি। তার মানে প্রায় ৮০ শতাংশ রোগী প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অথবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। শুধু যে বাংলাদেশে এই কিডনি রোগের সংখ্যা বাড়ছে তা নয়। সারা পৃথিবীব্যাপী বর্তমানে ৮৫ কোটির বেশি মানুষ ভুগছে। দুই যুগ আগে মানুষ মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ ছিল ২৭তম স্থানে। বর্তমানে
এটির স্থান অষ্টম এবং ২০৪০ সালে কিডনি রোগ মৃত্যুর কারণ হিসেবে পঞ্চম স্থান দখল করবে। কিডনি রোগের চিকিৎসা ব্যবস্থাঃ কিডনি এর কার্যক্ষমতার উপর ভিত্তি করে কিডনি রোগকে পাঁচ ভাগে ভাগ করা হয়:
CKD Stage 1, 2, 3, 4, 5 এর মধ্যে stage 1-3 কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন ও ওষুধ।
Stage 4-5 এর চিকিৎসা পদ্ধতি।

বিশ্ব কিডনি দিবস ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন