প্রতিনিধি: মোঃ উজ্জল খান
এলাকা: ধামরাই প্রতিনিধি
গতকাল রবিবার এ ঘটনায়, বিল্লাল হোসেন এবং হানিফ সারোয়ার বাদী হয়ে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, যাদবপুর মৌজার আরএস ৯৩৬ দাগের ৩৭ শতাংশ পৈতৃক জমিতে কাঠজাতীয় গাছপালা সহ ভোগদখল করে আসছিলেন বাদীগন। উক্ত জমি অবৈধভাবে জোবরদখলের লক্ষ্য পায়তারা সহ বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যকে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসতেছিল বিবাদীগন। গতকাল জমিতে ঢাকা পাঁচটি কাঁঠাল গাছ যার মূল্য প্রায় ৭৫হাজার টাকার কাটগাছ কাটে ফেলে,আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষ আলী আকবর মুজিবুর রহমান আবুল কালাম সহ ৫/৭ জন লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়।ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় এবং বিবাদীগণ বাদীর নিকট ব্রাক ব্যাংকের কিস্তির নগদ এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে যায়।পরে বাদীপক্ষ স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা নিয়ে, থানায় একটি অভিযোগ করেন।
বাদী তথ্য সংবাদের প্রতিবেদক কে জানাই একই দিনে আনুমানিক বিকাল ৩ ঘটিকার বাদির নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফারুক হার্ডওয়ার দোকানটি সাটার ভেঙ্গে প্রায় তিন লক্ষ টাকার মালামালের ক্ষতি সাধন করেন।
এ বিষয়ে ধামরাই থানার বাদী পক্ষ মামলা দায়ের করেন এবং ধামরাই থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।