দম্পতি সাগর-রুনি ও সাংবাদিক তুহিন হত্যাসহ সকল হত্যার বিচারের দাবিতে এফবিজেও’র দোয়া ও আলোচনা সভা অনুুষ্ঠিত

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিজস্ব প্রতিবেদক

এলাকা: ডেস্ক

 

ঢাকায় ১৩ আগস্ট (বুধবার)
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) আয়োজনে দম্পতি সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা এবং সাম্প্রতিক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল হত্যার দ্রুত বিচার দাবিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এফবিজেও’র মহাসচিব মো. শামছুল আলম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার।
অনুষ্ঠানে সহ-সাংগঠনিক সচিব নাসির উদ্দিন মিলন, সহ আন্তর্জাতিক বিষয়ক সচিব মোশারফ হোসেন রাজু, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ হোসেন মিয়া, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট মোঃ ফিরোজ মিয়া, অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের চেয়ারম্যান বলেন, আমাদের সহকর্মী, সাহসী সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটি কেবল ব্যক্তিগত আঘাত নয়, এটি গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সাংবাদিকতার উপর বর্বর আক্রমণ। এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কোনো তুহিনকে প্রাণ দিতে না হয়।

মহাসচিব শামছুল আলম বলেন, সাংবাদিক হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি।

অন্যান্য বক্তারা বলেন, এই হত্যাকান্ড স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত, সত্য বলার অধিকারকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

সভায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন বিটিভির প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বিশ্লেষক মাওলানা মোঃ লোকমান সাইফি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন