প্রতিনিধি: মোঃ মামুন
এলাকা: নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। ২৪ সেপ্টেম্বর (বুধবার )সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড নিমাই কাসারী ও বাঘমারা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব, আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রনি সহ সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে আল মুজাহিদ মল্লিক বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি এলাকায় কর্মসূচি চলছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে সবসময় সৎভাবে রাজনীতি করেছি। ভবিষ্যতেও সবাইকে নিয়ে এগিয়ে যাব। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি সুন্দর দেশ। বেকারত্ব দূর হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে।”
তিনি আরও বলেন,
“আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দর ও মাদকমুক্ত সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।