বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি: এর উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মীর রাজিবুল হাসান নাজমুল

এলাকা: ডেস্ক

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১১টায় মিরপুরে ৫৯ দারুস সালাম সাংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটকালে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি সময় আরো বলেন, জুলাইয়ের আন্দোলন কার্যত একক কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, একটা ব্যবস্থার বিরুদ্ধে। এ ব্যবস্থা বৈষম্যের বিরুদ্ধে সংস্কারের। রাষ্ট্রকাঠামোকে নতুনকরে ঢেলে সাজানোর আন্দোলন। জুলাইয়ের এই চেতনা যেন কোনোভাবেই উজ্জ্বলতা না হারায়, বরং উত্তরোত্তর তার স্প্রিট যেন ঔজ্জ্বল্য হয়ে ওঠে। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন“জুলাই শহীদরা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করেছিলেন। তাঁদের আত্মদানে আমাদের রাষ্ট্র ও সমাজ গঠনের অনুপ্রেরণা রয়েছে।সংগঠনের অর্থ সম্পাদক মো: ইউনুস আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি এ সময় বলেন জুলাই শহীদদের আত্মত্যাগের কথা মাথায় রেখে অচিরেই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার হবে দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত। যে সরকার জনগণের দুঃখ দুর্দশার কথা শুনবে।
অনুষ্ঠান সান্তনা করেন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি এ সময় বলেন আমরা দরিদ্র শ্রেণীর ভূমিহীন মানুষের পাশে থেকে তাদের নীর্য অধিকার আদায়ের জন্য কাজ করছি। আশা করি অতি দ্রুত সফলতা লাভ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ জুয়েল খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস কোহিনুর বেগম, রোকেয়া বেগম, মাহমুদা আক্তার, জোবাই ডাক্তার, মোহাম্মদ নাসির উদ্দিন, ওবায়দুর রহমান, আশিক, রুমানা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন