যশোরে ব্যাটালিয়ন ৪৯ বিজিবি খুলনা মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা হতে ০৫ টি স্বর্ণের বারসহ আটক ০১

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল

এলাকা: বেনাপোল

১৯ আগস্ট ২০২৫ তারিখ ১২১০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৬৬৩ গ্রাম ওজনের ০৫ (পাঁচ) টি স্বর্ণের বার এবং ০২টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তিদের পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে কলারোয়া হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে কলারোয়া গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ আফছার আলী (৪৫), পিতাঃ আনোয়ার, গ্রামঃ জিকরা, ডাকঘর- কলারোয়া, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯৭,৫৪,০৫৬/-(সাতানব্বই লক্ষ চুয়ান্ন হাজার ছাপ্পান্ন) টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, এবং নগদ ৬৯১২/- টাকাসহ *সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৯৭,৭৬,৯৬৮/সাতানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত আটষট্টি টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

তারিখ ১৯/০৮/২০২৫

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন