প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: ডেস্ক
ঢাকার ধামরাই থানার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকায় রাজমিস্ত্রী ফজলুল হকেকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ভোরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মোঃ উজ্জল খান ধামরাই প্রতিনিধ
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান এর নির্দেশেনায়, একটি বিশেষ টিম এবং সোর্স এর মাধ্যমে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রাকিব, হোসেন আলী, শাহীন মিয়া, মজনু। দীর্ঘদিন ধরে তারা ছিনতায়ের কাজে জড়িত বলেও জানান,শাহীনুর কবির অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)।