লক্ষ্মীপুরে ইউছুফপুর ক্রীড়া সংঘের উদ্যোগে চলছে জনসেবামূলক কার্যক্রম

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মো:ইসমত দ্দোহা

এলাকা: লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর ক্রীড়া সংঘের উদ্যোগে চলছে নিয়মিত জনসেবামূলক কার্যক্রম।

এই সংগঠন ২০০২ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সমাজের উন্নয়নে নানাবিধ জনসেবামূলক কাজ অব্যাহত রেখেছে এবং সব সময় চলমান থাকবে বলে জানিয়েছেন।

সম্প্রতি সংগঠনের পক্ষ হতে ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয় ও ইউসুফপুর গার্ল স্কুল মাঠে বালি ফেলে ব্যবহার উপযোগী করা হয়েছে। দীর্ঘদিন থেকে এই স্কুল মাঠ খারাপ থাকার কারণে স্কুলের শিক্ষার্থী ও স্হানীয় তরুণ সমাজ খেলাধুলা করতে পারছেনা ।

ইউসুফপুর ক্রীড়া সংঘের সিনিয়র দায়িত্বশীলরা সিদ্ধান্ত নিয়ে সংগঠনের নিজস্ব অর্থায়নে মাঠ সংস্কার করার উদ্যোগ নেয়। প্রায় অর্ধ লক্ষ টাকা ব্যয়ে ১০০০ ফিট বিটি বালু দিয়ে মাঠের সংস্কার কাজ শুরু করা হয়।
ক্লাবের সিনিয়র সদস্যদের আর্থিক সহযোগিতায় এবং জুনিয়র সদস্যদের কঠোর পরিশ্রম ও দায়িত্ব নিয়ে মাঠ সংস্কারের কার্যক্রম পরিচালনা করা হয়।
পাশাপাশি স্কুল মাঠের চারপাশে বৃক্ষরোপণ , ফুলের ছারা রোপণের মাধ্যমে সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইউসুফপুর ক্রীড়া সংঘের অন্যতম পৃষ্ঠপোষক ও উদ্যোক্তা সদস্য মীর মোহাম্মদ ফয়সাল( টিপু) মিডিয়াকে জানান সুন্দর একটি সমাজ গড়ার উদ্দেশ্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের মানুষের পাশে দাঁড়ানো খেলাধুলা মধ্য দিয়ে আমাদের সমাজকে সুস্থ ও সুন্দর রাখা উদ্দেশ্য । আমরা এই এলাকার ছেলে আমরা চাই আমাদের স্কুল, স্কুল মাঠ, এলাকা, রাস্তা সুন্দর পরিষ্কার পরিপাটি রাখা। সমাজে ভালো কিছু করাই মূলত আমাদের ইউছুফপুর ক্রীড়া সংঘের উদ্দেশ্য এবং স্বপ্ন।
আমাদের ক্লাবের উদ্যোগে ক্রীড়া ও সংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়া, সমাজে আর্থিক সংকটে থাকা পরিবারকে সহযোগিতা করে যাচ্ছি নিয়মিত ।

তিনি আরও বলেন, বিগত বছর গুলোতে করোনা কালীল সময়ে ও গত বছরের ভয়াবহ বন্যায় এলাকার জনসাধারণের পাশে আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে ছিলাম।

সংগঠনের উন্নয়ন কাজে যারা নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম পৃষ্ঠপোষক হলেন, শাওন,ফয়সাল,টিপু,পবন,মাহের,জামিল, মামুন,সাজেদ, আব্দুল্লাহ, রিয়াদ , শুভ,তমাল,মাসুম মোহন,
সৌরভ, দ্বীপ, আরমান, মিলন, মুজাহিদ, নাহিদ, আরিফ, মুরাদ, নাঈম,জুবায়েদ, মামুন, মাহমুদ,ইয়াসিন, সুজন, জীবন, তমাল,রিয়াদ, শাকিল, আরাফাত, মাইনুদ্দিন, রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন