আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: ‎নিজস্ব প্রতিবেদক

এলাকা: ডেস্ক

০৬ সেপ্টেম্বর (শনিবার) ‎ঢাকার রাজধানী ব্যস্ততম এলাকা পুরানা পল্টন মোড় ট্রপিখানা টাওয়ার ফেনী সমিতি হলরুমে মনোরম পরিবেশে সংগঠনের দিনব্যাপী “মানবাধিকার সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম ও উদ্বোধন করেন ইউএস থেকে সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল।
‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদ-এর সম্পাদক ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার।

‎অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী, অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন, অতিরিক্ত নির্বাহী পরিচালক আল-আমিন শাওন, পরিচালক (অর্থ) খন্দকার তারিকুল ইসলাম, পরিচালক মোঃ সামসুদ্দিন ও পরিচালক বেলাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন নিরব ও সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, সংগঠনের উপদেষ্টা মেজবাহ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সহ সংগঠনে উচ্চপদস্থ নেতৃবৃন্দ।

‎কোরআন থেকে তেলাওয়াত করেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল চিফ মাওলানা লোকমান সাইফি, কর্মশালায় প্রশিক্ষক এর দায়িত্ব পালন করেন সাংবাদিক ও গবেষক গাজী আনোয়ার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর সহ-সভাপতি, বিশিষ্ট মানবাধিকার বিশ্লেষক ও ব্যক্তিত্ব এম এ মোহিত, সংগঠনের প্রশিক্ষণ পরিচালক ড. এজেডএম মাইনুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজের ‎দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ড. শাহজাহান মজুমদার সম্মানিত অতিথিদের ক্রেস্ট এবং প্রশিক্ষণপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের হাতে সনদপত্র তুলে দেন।



‎সংগঠনের ট্রাষ্টি বোর্ড এর সিদ্ধান্ত অনুযায়ী এবছর মোঃ মোশাররফ হোসেন ও মোঃ শাহীনকে স্থায়ী সদস্য হিসেবে সম্মান প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মানসূচক হিসেবে প্রশিক্ষণ মেডেল-২০২৫ পড়ানো হয়। সংগঠনের প্রশিক্ষণার্থীরা বলেন, আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি আজকের প্রশিক্ষণটি জীবনের পথ চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে এসে আমরা নিজেকে অনেক গর্ববোধ করছি। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ হতে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের কর্মীগণ বিনোদন হিসেবে নিজ কন্ঠে গান গেয়ে সকলের মাঝে শুনান এবং বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা কমিটির পক্ষ হতে সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মকান্ডের উপর বিশেষ অবদান রাখায় সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক কে বিশেষ সম্মান প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন