প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান
এলাকা: বেনাপোল প্রতিনিধি
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নিদের্শনায় যশোরের কোতয়ালী থানাধীন যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৬৯৭ গ্রাম ওজনের ০৫ (পাঁচ) টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬), পিতা-মোঃ সাইজদ্দিন, গ্রাম-ডিআইটি প্লট, ডাকঘর- গেন্ডারিয়া, থানা-শ্যামপুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জেলা-ঢাকা। আটককৃত স্বর্ণের মূল্য ১,১১,১১,৫৭৪ এক কোটি এগার লক্ষ এগার হাজার পাঁচশত চুয়াত্তর টাকা, ০১টি মোবাইল এর মূল্য ৬৫,০০০পঁয়ষট্টি হাজার টাকা, ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ১,৫০০ এক হাজার পাঁচশতএবং নগদ ১,৯০০টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,১১,৭৯,৯৭৪এক কোটি এগার লক্ষ ঊনআশি হাজার নয়শত চুয়াত্তর) টাকা
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, গত ০৩ মাস যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।