প্রতিনিধি: স্টাফ রিপোর্টার,,
এলাকা: ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘঠনাটি ঘটে, মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৭০ বছর বয়সী আব্দুল মালেক মিয়া তার গরু মাঠে চরাতে গেলে তারা মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে পরদিন বিকেলে তারা মিয়া, তার ছেলে তানভির হাসান, স্ত্রী পারভিন বেগম ও সহযোগী আয়শা আক্তার মিলে আব্দুল মালেক মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠির আঘাতে মালেক মিয়ার বাঁ-হাত ভেঙে দেয়।
এসময় তার মেয়ের জামাই হাসান মিয়া এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। লাঠির আঘাতে তার মাথা ফেটে যায় এবং গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে মাথায় ১২টি সেলাই দেওয়া হয়। এছাড়াও মালেক মিয়ার স্ত্রী, মেয়ে ও ভাতিজা বাঁচাতে গেলে তাদেরও মারধর করে আহত করা হয়।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে আব্দুল মালেক মিয়া মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, বিবাদীরা নিয়মিতভাবে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
মাধবপুর থানার অফিসার ইন-চার্জ (শহীদুল্লাহ) জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।