লক্ষ্মীপুর মান্দারীতে ১২ দিন ব্যাপি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: স্টাফ রিপোর্টার

এলাকা: লক্ষ্মীপুর

মান্দারীতে ‎মিয়াপুর স্পোর্টস ক্লাব এন্ড এসোসিয়েশনের উদ্যোগে ১২ দিন ব্যাপি ডে নাইট ফুটবল( ফুটসাল) টুর্নামেন্টের  উদ্বোধনী করা হয়েছে।

‎লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ  থানার মান্দারী  জিল্লুর রহিম কলেজ মাঠে( ১৯শে সেপ্টেম্বর শুক্রবার) বিকেল ৪ টায়   এই  টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

মিয়াপুর স্পোর্টস ক্লাব এন্ড এসোসিয়েশন  কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির নব-নির্বাচিত সভাপতি এম, এ, বেলাল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন, এবং খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

‎ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন রাজুর সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক কামরুল হাসান লিমনের সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দারী  ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুূদ, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম অন্তর, মান্দারী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিলীপ দেবনাথ চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য আবু সিদ্দিক রাজু , মান্দারী ইউনিয়ন বিএনপির নেতা আলাউদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ।

আগত অতিথিগণ বলেন, খেলাধুলা আমাদের শিক্ষা সংস্কৃতি ‘র অংশ। লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলা দেহ-মন সতেজ রাখে। আয়োজক ক্লাবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে খেলার নিয়মশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন অতিথিরা।

‎এই টুর্নামেন্টে ৩২ দল অংশ নিচ্ছে,টানা ১২ দিন এই টুর্নামেন্ট চলবে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি  সাহাদাত হোসেন রাজু।
উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে( ০৩-০২) গোলে নাবিলা ফার্নিচার – মুসাদাহ ফাউন্ডেশনকে হারায়।

নক আউট পর্বের এই টুর্নামেন্টে বিজয়ী দল নগদ ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল পাবে নগদ ১৫ হাজার  টাকা ও ট্রফি।
পাশাপাশি প্রতিদিনের খেলায় রয়েছে সেরা খেলোয়াড় পুরস্কার।

মো:ইসমত দ্দোহা

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন