১০ বোতল বিদেশী মদসহ ০১ জন ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান

এলাকা: বেনাপোল

২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নিদের্শনায় যশোরের কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন ভারতীয় নাগরিকসহ ১০ বোতল বিদেশী মদ এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মদগুলো পাওয়া যায়। আটককৃত ভারতীয় নাগরিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারতে থেকে যশোর হয়ে ঢাকা পাচার করার উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত ভারতীয় নাগরিকের নাম ও ঠিকানা- উত্তম হালদার (৩৯), পিতা-জীবন হালদার, গ্রাম ও পোস্ট-পুরাতন বনগাঁ, সাত ভাই কালিতলা, কুটিপাড়া, থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিশ পরগনা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মাদকদ্রব্য এবং চোরাকারবারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন