শরীয়তপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: শরীয়তপুর

শরীয়তপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় মন্দিরের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ঘটক চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে, পালং হরিসভা কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিক ঘটক চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার দে, যুগ্ম সম্পাদক সবিতা রঞ্জন দে (ভুট্টো), শ্যাম সুন্দর দাস, জয়রাম বনিক, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক পলাশ দেবনাথ, প্রচার সম্পাদক গনেশ কংসবনিক, এপিক দেবনাথ, নান্টু ঘোষ প্রমূখ।

এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, কমিটির উপদেষ্টা মণ্ডলী, সদস্যবৃন্দ ও মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন